স্বাস্থ্য অধিদফতরের কাছে ডেঙ্গু রোগীদের তথ্য চান তাপস
স্বাস্থ্য অধিদফতরকে ঢাকা দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ডের ডেঙ্গু রোগীর তথ্য আলাদা করে সুনির্দিষ্টভাবে দেয়ার আহ্বান জানিয়েছেন দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস।
মঙ্গলবার (২১ মে) সকালে নগর ভবনে এডিশ মশাবাহিত ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগ প্রতিরোধে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
নগরবাসীকে ভয় না পেয়ে এডিস মশার লার্ভা জন্মানোর তথ্য দেয়ার আহ্বান জানিয়ে তাপস বলেন, তথ্য না পেলে লার্ভা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
আগামী সপ্তাহ থেকে সব সরকারি, বেসরকারি অফিস ও থানাগুলোতে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে বলেও জানান মেয়র।
এ ব্যাপারে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) দশ কার্যদিবসের মধ্যে সব নির্মাণাধীন ভবনের তথ্য দেয়ারও নির্দেশ দেন মেয়র তাপস।



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

