AB Bank
ঢাকা সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিজ নামে প্রকল্প না নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০৩:৪৩ পিএম, ৯ মে, ২০২৪
নিজ নামে প্রকল্প না নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভবিষ্যতে কোনো স্থাপনার নাম তার নামে না রাখার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনকি শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিজের নাম বাদ দিতে নির্দেশ দিয়েছেন তিনি। পরে উপস্থিত সবার অনুরোধে এ নামটি রাখা হয়।

বৃহস্পতিবার (৯ মে) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সভাশেষে পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরাল না করে ওই টাকা অন্য কোনো স্থানে ব্যয় করতেও বলেছেন প্রধানমন্ত্রী। এ ছাড়া আগামীতে যে কোনো ব্রিজ নির্মাণে বিশেষ সতর্ক হওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি।

একই সঙ্গে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্তির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন বলেও জানান পরিকল্পনামন্ত্রী।

আব্দুস সালাম জানান, ডলারের দাম বাড়ার ফলে প্রকল্পের খরচ বেড়ে যাবে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাথে আলাপ করে খরচের হিসাব করা হবে।

একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এদিনের সভায় ১০টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে, যাতে মোট ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৫৬৩ কোটি ৬৮ লাখ টাকা। এর মধ্যে সরকার দেবে ৫ হাজার ২০৩ কোটি ২১ লাখ টাকা। আর বিদেশি উৎস থেকে আসবে ৩৬০ কোটি ৪৭ লক্ষ টাকা।

পরিকল্পনামন্ত্রী বলেন, সভায় খুলনায় মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন এবং চট্টগ্রামে একটি বার্ন ইউনিট স্থাপনের প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। চট্টগ্রামে বার্ন ইউনিট তৈরি করা হলে এটাই হতে প্রথমবারের মতো ঢাকার বাইরে কোনো বার্ন হাসপাতাল।

ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল আব্দুস সালাম (অব.), পরিকল্পনা প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. সহিদুজ্জামান সরকারসহ পরিকল্পনা কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।


একুশে সংবাদ/স.ট.প্র/জাহা 

Link copied!