AB Bank
ঢাকা শনিবার, ০৪ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুমিল্লা সীমান্তে বাংলাদেশীকে বিএসএফের গুলি


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৪:০২ পিএম, ২৩ এপ্রিল, ২০২৪
কুমিল্লা সীমান্তে বাংলাদেশীকে বিএসএফের গুলি

কুমিল্লার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বিল্লাল হোসেন (২৬) নামে এক বাংলাদেশী যুবক গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে জেলার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল তেঁতুলতলা সীমান্তে এ ঘটনা ঘটে।

আহত বিল্লাল হোসেন রাজাপুর ইউনিয়নের লড়িবাগ এলাকার আলী আহম্মদের ছেলে। তিনি শ্রমিকের কাজ করতেন। ঘটনার পর বিল্লালকে প্রথমে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থা খারাপ হওয়ায় রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

স্থানীয় বাসিন্দারা জানায়, বিল্লাল হোসেন ভারত থেকে অবৈধ পথে আসা চিনি ও অন্যান্য পণ্য ওঠা-নামার শ্রমিক হিসেবে কাজ করতেন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে তেঁতুলতলা সীমান্ত দিয়ে আসা চিনি নামানোর সময় বিএসএফের সদস্যরা তাকে লক্ষ করে গুলি চালায়। তার শরীরে ৩০টির মতো ছররা (ছোট গুলি) গুলি লাগে। কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. আবু হাসান জানান, ছররা গুলিতে আহত বিল্লালের চোখে মারাত্মকভাবে ইনজুরি হয়েছে।

শারীরিক অবস্থার উন্নতি হলে পরবর্তী সময়ে তার চোখের অপারেশন করতে হবে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরান হোসেন জানান, গুলিতে আহত ব্যক্তির বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই। সীমান্তের ঘটনা সম্পর্কে বিজিবি বলতে পারবে।

বিজিবির বুড়িচংয়ের সংকুচাইল বিওপির কামান্ডার ফারুক কামাল বলেন, আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই আহত ব্যক্তিকে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে যায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আমরা এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দিতে পারব না।

 

একুশে সংবাদ/কা.ক/সা.আ

Link copied!