AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ জুলাই, ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আমরা যেনতেন নির্বাচন চাই না: ফেনীমুখী পথে শফিকুর রহমান


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:০৯ এএম, ৫ জুলাই, ২০২৫

আমরা যেনতেন নির্বাচন চাই না: ফেনীমুখী পথে শফিকুর রহমান

বাংলাদেশের রাজনীতির আকাশে এখনো ঘন কালো মেঘের আনাগোনা চলছে—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মেঘ যতই ঘন হোক না কেন, সূর্যকে চিরকাল আটকে রাখা যাবে না। ইনশাআল্লাহ, এই দেশে মুক্তির সূর্য উদিত হবেই।


শনিবার (৫ জুলাই) ফেনীতে একটি সম্মেলনে যাওয়ার পথে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এর আগে তিনি দাউদকান্দি, চান্দিনা ও আলেখারচর বিশ্বরোডেও পথসভায় বক্তব্য রাখেন।


জামায়াত আমির বলেন, “যে যুবকরা রক্ত দিয়ে, জীবন দিয়ে এই দেশকে আমাদের কাছে আমানত করে গেছেন, আমরা সেই পবিত্র রক্তের সঙ্গে কোনো বেইমানি হতে দেব না। আমরা সেই রক্তের ঋণ পরিশোধ করতে চাই—একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। যাতে করে আর কাউকে এই ধরনের রক্ত দিতে না হয়।”


তিনি আরও বলেন, “আমরা যেনতেন কোনো নির্বাচন চাই না। একটি গ্রহণযোগ্য নির্বাচনই আগামী দিনের নির্ধারক।”


দেশে পুনরায় ফ্যাসিবাদ মাথাচাড়া দিচ্ছে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, “নতুন হোক বা পুরোনো—যেকোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোরআন বুকে নিয়ে আমরা সেই লড়াইয়ে নামব, ইনশাআল্লাহ আমরা জয়ী হব।”


রাজনীতির নামে অপকর্মেরও কঠোর সমালোচনা করেন তিনি। বলেন, “বাংলাদেশের বিভিন্ন স্থানে আমরা রাজনীতির নামে নানা অপকর্ম দেখতে পাচ্ছি। সংশ্লিষ্ট দলগুলোকে আমরা সতর্ক করছি—নিজেদের সামলান, নইলে জনগণই আপনাদের সামলাবে।”


পথসভায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মো. মাসুম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমির মোসলেহ উদ্দিন আহমেদ, কুমিল্লা-৮ (বরুড়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মু. সফিকুল আলম হেলাল ও মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেল প্রমুখ।


পথসভাগুলোতে নেতারা আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনে সর্বস্তরের জনসাধারণকে যুক্ত হওয়ার আহ্বান জানান।


একুশে সংবাদ////র.ন

Link copied!