AB Bank
ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশ সীমান্তে ডলার-রুপিসহ ভারতীয় পুলিশ সদস্য আটক


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:৪৬ পিএম, ২৩ মার্চ, ২০২৪
বাংলাদেশ সীমান্তে ডলার-রুপিসহ ভারতীয় পুলিশ সদস্য আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পিভি জন সিলভার রাজ নামে এক ভারতীয় পুলিশ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

এ সময় তার কাছ থেকে ১১৫০ ডলার, চার হাজার ৮৭টি ভারতীয় রুপিসহ একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

শুক্রবার (২২ মার্চ) বিকেলে উপজেলার মাটিলা সীমান্ত থেকে তামিলনাড়ু পুলিশের ওই সদস্যকে আটক করা হয়। আটক পিভি জন সিলভার রাজের বাড়ি তামিলনাড়ু প্রদেশের ত্রিসিটি জেলা ইকুদু থানার আনগুনগর গ্রামে।

৫৮-বিজিবির অধিনায়ক এইচ এম সালাহ উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে আটক পিভি জন সিলভার রাজ জানিয়েছেন, তিনি থাইল্যান্ডে যাওয়ার জন্য বাংলাদেশে প্রবেশ করেছেন।

এ বিষয়ে মহেশপুর থানায় মুদ্রা পাচারসহ অন্যান্য অভিযোগে মামলা হয়েছে বলে মহেশপুর থানার পরিদর্শক তদন্ত ইসমাইল নিশ্চিত করেছেন।

তিনি জানান, তামিলনাড়ু পুলিশের আইজিপি নর্থজন পক্ষ থেকে পিভি জন সিলভার রাজকে তাদের একজন সদস্য বলেও নিশ্চিত করেছেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!