AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বদলাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০৮:৪৪ পিএম, ৭ মার্চ, ২০২৪

বদলাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়টির প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি)।

বৃহস্পতিবার (৭ মার্চ) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে নারী দিবস নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, আমরা এক মাসের মধ্যে একটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। যেহেতু আমাদের সংবিধানে মহিলা শব্দটি নেই, নারী আছে। আমরাও একটা প্রস্তাব করেছি আমাদের মন্ত্রণালয়ের নাম ‘নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’ করার জন্য।

তিনি বলেন, আমাদের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিরও বৈঠক হয়ে গেছে। প্রথম বৈঠকেও কমিটির জোর সুপারিশ ছিল এটার নাম নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয় করা হোক।

এ বিষয়ে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক বলেন, নাম পরিবর্তনের জন্য সিদ্ধান্ত হয়েছে, রেজুলেশনও হয়েছে। আমরা নিয়ম অনুযায়ী এখন একটি আন্তঃমন্ত্রণালয় সভার পর সারসংক্ষেপ তৈরি করে নাম পরিবর্তনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাব।


একুশে সংবাদ/আ.ট.প্র/জাহা

Link copied!