ড. ইউনূসকে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ব্যক্তিস্বার্থে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ইউনূসের মামলা নিয়ে দেশে বিদেশে বাংলাদেশকে হেয় করার চক্রান্ত চলছে।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
মন্ত্রী দাবি করেন, সরকার ড. ইউনূসকে হয়রানি করতে মিথ্যা মামলা করে নাই। তার বিরুদ্ধে শ্রমিকরা মামলা করেছে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। আওয়ামী লীগ সরকারের মত কেউ বিচারহীনতায় ছিল না।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মত বিচারহীনতায় কেউ সাফার করে নাই। আজ আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলেই অপরাধীর বিচার হচ্ছে।
একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা