AB Bank
ঢাকা বুধবার, ১৫ মে, ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
রাতের ঢাকায় বেপরোয়া ট্রাক

মোটরসাইকেলকে টেনেহিঁচড়ে নিলো এক কিলোমিটার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:০৩ এএম, ১৭ ডিসেম্বর, ২০২৩
মোটরসাইকেলকে টেনেহিঁচড়ে নিলো এক কিলোমিটার

রাতের ঢাকায় বেপরোয়া ট্রাক। একটি মোটরসাইকেলকে টেনেহিঁচড়ে প্রায় এক কিলোমিটার পর্যন্ত নিয়ে যায় একটি ট্রাক। এসময় ভাগ্যক্রমে বেঁচে যান মোটরসাইকেলের চালক। এক পর্যায়ে মোটরসাইকেলের পেট্রোল থেকে ট্রাকে আগুন ধরে। পথচারীদের চিৎকারে পরিস্থিতি হয়ে উঠে আরও ভয়াবহ।

শনিবার (১৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে শ্যামলী শিশুমেলা এলাকায় ঘটেছে এ দুর্ঘটনা।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি বালুবাহী ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এসময় রাস্তায় ছিটকে পড়েন মোটরসাইকেলের চালক। তবে এসবের তোয়াক্কা না করে মোটসাইকেলটিকে শ্যামলী থেকে আগারগাঁও পর্যন্ত প্রায় এক কিলোমিটার পথ টেনেহিঁচড়ে নিয়ে যায় ট্রাকটি। এক পর্যায়ে মোটরসাইকেলের পেট্রোল থেকে ট্রাকে আগুন ধরে। ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের ঢাকায় বেপরোয়াভাবে চলে এসব ট্রাক। আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর কঠোর হস্তক্ষেপ ছাড়া এ ধরনের দুর্ঘটনা কমানো অসম্ভব।

এক প্রত্যক্ষদর্শী বলেন, মোটরসাইকেলের সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটির চালক রাস্তার পাশে পড়ে যান। ময়লার ট্রাক বা ড্রাম ট্রাক খুব বেপরোয়াভাবে চলে। তারা অন্য কোনো গাড়িকে গাড়িই মনে করে না।

এ ঘটনায় ট্রাক চালককে আটক করেছে পুলিশ। আহত মোটরসাইকেল চালক ভর্তি আছেন জাতীয় অর্থোপেডিক হাসপাতালে।

একুশে সংবাদ/এসআর

Link copied!