গাজায় হাসপাতালসহ ইসরায়েলের বর্বরোচিত হামলায় নিহতদের স্মরণে বাংলাদেশে আগামি শনিবার একদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন অর্ধনর্মিত থাকবে বাংলাদেশের জাতীয় পতাকা।
বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে সেতুসহ কয়েকটি প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
এছাড়া শুক্রবার জুমার নামাজের পর গাজায় হতাহতদের জন্য দোয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। মন্দির, গির্জা ও অন্যান্য উপসানালয়ে গাজাবাসীর জন্য দেশবাসীর কাছে প্রার্থনা করার অনুরোধ জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ইসরায়েল হাসপাতালে যেভাবে হামলা করেছে, নারী শিশু অসুস্থ মানুষকে হত্যা করেছে, এর নিন্দা জানাই। এ হামলা বন্ধ করতে হবে। ফিলিস্তিনিদের জমি ফেরত দিতে হবে।
ইসরায়েলের বর্বর আগ্রাসনের নিন্দা ও প্রতিবাদ যারা করছে না, তাদের সমালোচনা করেন শেখ হাসিনা। বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, অনেকে চুপ রয়েছে। যারা ইসরায়েলের পক্ষে, তারা নাখোশ হতে পারে, ভয়ে চুপ আছে।
একুশে সংবাদ/এসআর



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

