জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক ‘ডক্টর অব লজ` (মরণোত্তর) ডিগ্রি প্রদান করতে আগামী অক্টোবরে বিশেষ সমাবর্তন আয়োজন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। এতে সমাবর্তন বক্তা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর বঙ্গবন্ধুর পক্ষে শেখ রেহানা এই ডিগ্রি গ্রহণ করবেন।
রোববার (১৬ জুলাই) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। তবে বিশেষ সমাবর্তনের কোনো তারিখ এখনো চূড়ান্ত হয়নি।
প্রধানমন্ত্রীর সাথে কথা বলে তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। তিনি গণমাধ্যমকে বলেন, `আগামী অক্টোবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ সমাবর্তন অনুষ্ঠিত হবে। সমাবর্তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক ‘ডক্টর অব লজ` (মরণোত্তর) ডিগ্রি প্রদান করা হবে। `
তিনি আরও বলেন, `রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. সাহাবুদ্দিন সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বলে আশা করা যাচ্ছে।
বঙ্গবন্ধু-কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমাবর্তন বক্তা হিসেবে থাকবেন। তার সাথে কথা বলে তারিখ নির্ধারণ করা হবে। আর বঙ্গবন্ধুর পক্ষে এই ডিগ্রি গ্রহণ করবেন তার কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। `
একুশে সংবাদ/ন.ট.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

