ঈদের ছুটিতে বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়ে হারিয়ে যাওয়া ২১ শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (৪ জুন) দুপুরে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) নাদিয়া ফারজানা এ তথ্য জানান।
নাদিয়া ফারজানা জানান, ঈদের পাঁচ দিনের ছুটিতে দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তা দেয়ার পাশাপাশি পরিবারের সঙ্গে ঘুরতে এসে হারিয়ে যাওয়া এসব শিশুকে উদ্ধার করে স্বজনদের কাছে ফিরিয়ে দিয়েছেন ট্যুরিস্ট পুলিশের সদস্যরা।
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জানান, ঈদুল আজহা উপলক্ষে ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত পাঁচ দিনের সরকারি ছুটিতে দেশের বিভিন্ন পর্যটন স্পটে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় ছিল। ছুটির দিনগুলোতে বিভিন্ন পর্যটন স্পটে মোট ১০ লাখ ৯১ হাজার ৮০৪ জন দেশি ও ২২৫ জন বিদেশি পর্যটক ভ্রমণে আসেন। তাদের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন ট্যুরিস্ট পুলিশের সদস্যরা।
ঈদের তৃতীয় দিন পহেলা জুলাই কুয়াকাটা সমুদ্র সৈকতে ভ্রমণে আসা রাজীব সরদারকে (১৭) মারধরের ঘটনায় মহিপুর থানার মামলা হয়। এ ঘটনায় মামলায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে ট্যুরিস্ট পুলিশ। মামলাটি ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন তদন্ত করছে বলেও জানান তিনি।
নাদিয়া ফারজানা বলেন, সীমিত সংখ্যক জনবল নিয়েও দেশের ৩০ জেলার ৪০টি ট্যুরিস্ট স্পটে কাজ করেছে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট ট্যুরিস্ট পুলিশ। ট্যুরিস্ট পুলিশে মঞ্জুরিকৃত জনবলের সংখ্যা এক হাজার ৩৯৪ হলেও এখন এক হাজার ১৯১ জন কর্মরত রয়েছেন।
একুশে সংবাদ/স ক