AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নালিতাবাড়ীতে জামায়াতের পথসভা ও মোটরসাইকেল শোভাযাত্রা


Ekushey Sangbad
আব্দুল মোমেন, নালিতাবাড়ী, শেরপুর
০১:০১ পিএম, ১১ জুলাই, ২০২৫

নালিতাবাড়ীতে জামায়াতের পথসভা ও মোটরসাইকেল শোভাযাত্রা

বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা শাখার উদ্যোগে নির্বাচনী পথসভা ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে শহরের শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে এ পথসভা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফছার উদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-২ (নালিতাবাড়ী-নকলা) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. গোলাম কিবরিয়া ভিপি।

সঞ্চালনায় ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি শাহাদাত হোসেন বিএসসি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান।

এছাড়াও বক্তব্য রাখেন—জেলা ছাত্রশিবির সভাপতি আশরাফুজ্জামান মাসুম, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ফারদিন হাসান হাসিব, নকলা উপজেলা আমীর মাওলানা গোলাম সারোয়ার, নালিতাবাড়ী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু সিনা মোহাম্মদ জুবায়ের, নকলা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি লুৎফর রহমান ফিরোজ, এবং নালিতাবাড়ী উপজেলা ছাত্রশিবির সভাপতি ওমর ফারুক প্রমুখ।

পথসভা শেষে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নালিতাবাড়ী থেকে শুরু হয়ে নকলায় গিয়ে আরেকটি পথসভার মাধ্যমে শেষ হয়।

 

একুশে সংবাদ/শে.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!