২০২৫ সালে জেলায় এসএসসি পরীক্ষা অভাবনীয় ফলাফল অর্জন করেছে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নন্দিত কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদ এর প্রতিষ্ঠিত নিজ গ্রাম কুতুবপুরে শহীদ স্মৃতি বিদ্যাপীঠ।
নেত্রকোনা জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, নেত্রকোনা জেলায় এবছর এসএসসি পরীক্ষায় শতভাগ পাস করেছে জেলার একমাত্র প্রতিষ্ঠান কেন্দুয়া উপজেলায় অবস্থিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠ নামক প্রতিষ্ঠানটি।
শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে এ বছর ৫৬জন পরীক্ষায় অংশ গ্রহন করে ২৮জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়ে কৃতকার্য হয়েছে । জিপিএ-৫ শতকরা ৫০% সহ শতভাগ সফলতা অর্জন করে । জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ২৩ জন ও বানিজ্য বিভাগ থেকে ৩ জন জিপিএ ৫ পেয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) ফল প্রকাশের পর শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোহাম্মদ আসাদুজ্জামানের সাথে কথা হলে তিনি এসব তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, নেত্রকোনার কেন্দুয়া রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়নে গ্রামীণ, প্রাকৃতিক, মনোরম, পরিবেশে ও অবহেলিত এলাকায় শহীদ স্মৃতি বিদ্যাপীঠ ১৯৯৬ সালে অভিনেতা আসাদুজ্জামান নূর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ২০০৬ সাল (মাধ্যমিক) থেকে পূর্ণঙ্গভাবে চালু হয়ে শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা পালন করে আসছে । ৩০ কাঠা জমির উপর কোটি টাকার অধিক ব্যায়ে নির্মিত স্কুলটি অত্যাধুনিক স্থাপত্য নকশায় সুরম্য ভবন, শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি ধরে রাখার জন্য নির্মিত অত্যাধুনিক শহীদ মিনার, মুক্তিযুদ্ধ ভিত্তিক অসামন্য গ্রন্থাগার; যার নাম শহীদ ফয়জুর রহমান আহমেদ পাঠাগার । এতে রয়েছে ৪ হাজারেরও বেশি বই, মুক্তিযুদ্ধের দুর্লভ আলোকচিত্র, দলিল পত্র এবং বই পড়ার সুব্যবস্থা রয়েছে। সুপরিসর খেলার মাঠ, আধুনিক শিক্ষোপকরণ ও মাল্টিমিডিয়া ক্লাস রুম।
প্রধান শিক্ষক মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, এ বছর এসএসসি পরীক্ষায় মোট ৫৬ জন ছাত্র-ছাত্রী অংশ নেয়। এদের মধ্যে জিপিএ-৫ বিজ্ঞান শাখার ২৩ জন, ও বাণিজ্য শাখার ৩ জন এবং জেলার একমাত্র প্রতিষ্ঠান যেখান থেকে শতভাগ পাস করেছে।
তিনি আরও বলেন, পরীক্ষার্থীরা সবাই উত্তীর্ণ হওয়ায় ও ২৮ পরীক্ষার্থী জিপিএ-৫ লাভ করে অভাবনীয় গৌরব অর্জন করায় প্রধান শিক্ষক আসাদুজ্জামান শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষকদের কৃতজ্ঞতা জানিয়ে বলেন, কথাসাহিত্যিখ প্রয়াত ড. হুমায়ুন আহমেদ স্যারের সহধর্মিণী মেহের আফরোজ শাওনের পরামর্শে ও এলাকার সকলের সার্বিক সহযোগীতায় আমরা এবারো ফলাফলে শতভাগ সফলতা ধরে রাখতে পেরেছি।
কেন্দুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার বলেন, কেন্দুয়া উপজেলার একমাত্র প্রতিষ্ঠান প্রতিষ্ঠান কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠের শিক্ষার্থীরা জেলায় এ বছরের এসএসসি পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জন করায় আমার ব্যক্তিগত পক্ষ থেকে তথা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। পাশাপাশি প্রতিষ্ঠানটি যেন তাদের এই সফলতা ধরে রাখতে পারে এবং আগামীতে উপজেলায় পাসের হার ও জিপিএ ৫ এর সংখ্যা আরও বাড়বে বলে আমি আশা করব।
একুশে সংবাদ/নে.প্র/এ.জে