AB Bank
ঢাকা মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চুয়াডাঙ্গায় ৯ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৪:৪৩ পিএম, ১৭ এপ্রিল, ২০২৩
চুয়াডাঙ্গায় ৯ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

চুয়াডাঙ্গায় ৯ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা বিরাজমান করছে। আজ সোমবার মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

 

সোমবার (১৭ এপ্রিল) বেলা ৩টায় জেলার এ তাপমাত্রা রেকর্ড করা হয়। একদিনের ব্যবধানে আবারো অতি তীব্র তাপপ্রবাহের কবলে পড়েছে চুয়াডাঙ্গাবাসী।

 

তীব্র দাবদাহে অনেকটা গৃহবন্দি হয়ে পড়ছে জেলার সাধারণ মানুষ। আগামী আরো দু’একদিন এ অবস্থা বিরাজ করতে পারে বলে স্থানীয় আবহাওয়া অফিসের অভিমত।

 

চুয়াডাঙ্গায় শহরের বড়বাজার, রেলবাজার, কোর্ট এলাকাসহ কয়েকটি স্থানে ঘুরে দেখা যায়, শ্রমজীবী মানুষ একটু ছায়া পেলেই সেখানে জিরিয়ে নিচ্ছেন। অল্প পরিশ্রমেই তারা হাঁপিয়ে উঠছেন।

 

পথচারী হান্নান শেখ বলেন, ‘রাস্তায় বের হলে অল্প সময়ের মধ্যেই হাঁপিয়ে উঠছি। গায়ের চামড়া যেনো পুড়ে যাচ্ছে। মাথায় রোদ লাগলে মাথা ঘুরছে। ’

 

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, ২ এপ্রিল থেকে চুয়াডাঙ্গায় একটানা ১৫ দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ভৌগলিক কারণেই চুয়াডাঙ্গাবাসী অতি তীব্র তাপপ্রবাহের কবলে পড়েছে।

 

তিনি বলেন, আগামী আরো দু’একদিন এ অবস্থা থাকতে পারে।

 

একুশে সংবাদ.কম/ন.ট.প্র/জা.হা

Link copied!