AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জীবনের আলো জ্বালায় কয়রা ব্লাড ব্যাংক


Ekushey Sangbad
কয়রা উপজেলা প্রতিনিধি, খুলনা
০৪:২১ পিএম, ২৭ সেপ্টেম্বর, ২০২২
জীবনের আলো জ্বালায় কয়রা ব্লাড ব্যাংক

খুলনা জেলার দক্ষিণাঞ্চলে ‍‍`কয়রা উপজেলার মাটিতে রক্তের অভাবে যেন একটি মানুষও মৃত্যুবরণ না করে‍‍` শ্লোগানে নব জীবনের আলো জ্বালাচ্ছে কয়রা ব্লাড ব্যাংক। 

 

মুমূর্ষু রোগীদের রক্তদান ও খাদ্য সহায়তা দিতে তাদের রয়েছে নিজস্ব কার্যালয় এবং ডিজিটাল ব্লাড ব্যাংক।

 

লোনা পানির প্রাকৃতিক দুর্যোগ প্রবণ কয়রায় দীর্ঘ ৪ বছর সেবা দিচ্ছে একঝাঁক তরুণ-তরুণী। যারা সকাল থেকে গভীর রাতেও রক্ত সংগ্রহ ও সরবরাহে নিবেদিত। এছাড়াও পথশিশু, হতদরিদ্র ও মানসিক বিকারগস্তদের মাঝে পোশাক ও খাদ্য সহায়তা চলমান রয়েছে।

 

কয়রা ব্লাড ব্যাংকের তথ্য মতে, তারা ৩ হাজার রোগীকে ৪ হাজার ব্যাগ রক্তদান করছেন এবং ৭‍‍`শ পথশিশু ও মানসিক বিকারগস্তদের পোশাক ও খাদ্য দিয়েছেন। উপজেলা সদর নিজস্ব কার্যালয় থেকে তাদের এসব কার্যক্রম পরিচালিত হয়।

 

কয়রা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা মোস্তাফিজুর রহমান সোহাগ বাবু বলেন, জরুরী মূহুর্তে এক ব্যাগ রক্তই পারে একজন রোগীর জীবন বাঁচাতে। মুমূর্ষু ও হতদরিদ্র রোগীদের রক্ত ও খাদ্য চাহিদা পূরণে নিরলস কাজ করে যাচ্ছি।

 

উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস বলেন, কর্মস্থলে যোগদানের পর থেকে সংগঠনটিকে বিধি মোতাবেক সহায়তা করেছি। মানুষের কল্যাণে তরুণ-তরুণীদের এমন উৎসর্গ নতুন প্রজন্মকে আলোর পথ দেখাবে।

 

একুশে সংবাদ/ই.হো/ এসএপি

Link copied!