AB Bank
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টিসিবির ফ্যামিলি কার্ডে বেশি অনিয়ম হয়েছে: টিআইবি


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৫:০৪ পিএম, ১১ আগস্ট, ২০২২
টিসিবির ফ্যামিলি কার্ডে বেশি অনিয়ম হয়েছে: টিআইবি

 

টিসিবির ফ্যামিলি কার্ড প্রদানে উপকারভোগীদের তালিকা প্রণয়ন ও কার্ড বিতরণে বেশি অনিয়ম হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি)। টিআইবির করা গবেষণা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

 

জবাবদিহিতার অভাব, অব্যবস্থাপনা, সঠিক তথ্য প্রচারের ঘাটতির কারণেই সরকারের এ ইতিবাচক পদক্ষেপে দুর্নীতির প্রশ্ন উঠেছে বলে জানায় টিআইবি।

 

টিআইবি ১ হাজার ৪৭ জন ব্যক্তির ওপর গবেষণা করে। এদের মধ্যে প্রায় ৩৯ শতাংশ কোনো সুবিধা পায়নি। স্বচ্ছতার ঘাটতি, স্বজনপ্রীতি, ছবির পরিবর্তন করা, ঘুষ না দেয়ায় অনেকে তালিকা থেকে বাদ পড়েন। বিক্রয় কেন্দ্রে অনিয়মের কারণে পণ্যের পরিমাণ ও মূল্য নির্ধারণে অতি দরিদ্রদের সক্ষমতা বিবেচনা করা হয়নি বলেও গবেষণায় উঠে আসে।

 

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান জানান, তালিকা প্রণয়ন ও কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা, স্থানীয় ও প্রশাসনিক প্রভাব পুরো প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে। জবাবদিহিতা নিশ্চিত ও প্রাতিষ্ঠানিক দুর্বলতা দূর করার আহ্বান জানান তিনি।

 

একুশে সংবাদ.কম/জা.হা

Link copied!