AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রথম রাউন্ডেই বাদ পড়ার দ্বারপ্রান্তে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১১:২৪ এএম, ২৪ অক্টোবর, ২০২০
প্রথম রাউন্ডেই বাদ পড়ার দ্বারপ্রান্তে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস

শুরু হয়ে গেছে সেরা চারের হিসাবনিকাশ।দেখতে দেখতে প্রায় শেষদিকে চলে এসেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসর। আইপিএলের প্রতি আসরে সেরা চারে একটি নাম থাকে কমন, চেন্নাই সুপার কিংস। রাউন্ড রবিন লিগের ম্যাচগুলো থেকে চেন্নাই বাদে কোন তিন দল খেলবে প্লে-অফে, সেটিই যেনো ঠিক করা হয়।

কিন্তু এবার বদলে গেছে পুরো চিত্রনাট্য। আইপিএলে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো প্রথম রাউন্ডেই বাদ পড়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। এখনও পর্যন্ত খেলা ১১ ম্যাচে চেন্নাই জিতেছে মাত্র ৩টিতে, বাকি ৮ ম্যাচের পরাজয়ে পয়েন্ট টেবিলের ৮ নম্বরেই অবস্থান করছে তারা।


কাগজে-কলমের হিসাবে এখনও সেরা চারে খেলার সূক্ষ্ম সুযোগ রয়েছে আইপিএলের তিনবারের চ্যাম্পিয়ন দলটির। কিন্তু বাস্তবিক বিচারে মাঠের পারফরম্যান্স হিসেব করলে প্রথম রাউন্ডে বাদ পড়াই যেন এখন চেন্নাইয়ের নিয়তি। অবশ্য বাদ পড়া নিশ্চিত হওয়ার আগেই যেনো বিদায় মেনে নিয়েছেন চেন্নাই অধিনায়ক ধোনি।

তাই তো শুক্রবার মুম্বাই ইন্ডিয়ানসের কাছে ১০ উইকেটে পরাজয়ের লজ্জার রেকর্ড গড়ার পর, ধোনি সাফ বলে দিয়েছেন শেষ তিন ম্যাচে তারা মূলত আগামী মৌসুমের প্রস্তুতি নেবেন। তার ধারণা, এবার আর সেরা চারে যাওয়ার কোনো সম্ভাবনা নেই চেন্নাইয়ের। তাই বাকি ম্যাচগুলোতে তরুণ এবং যারা এখনও সুযোগ পায়নি, তাদের খেলানোর কথাই ভাবছেন তিনি।

ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশনে ধোনি বলেন, ‘আমাদের জন্য এখন গুরুত্বপূর্ণ হলো পরের বছরের জন্য নিজেদের পরিকল্পনা স্বচ্ছ রাখা। এখনও অনেক যদি-কিন্তু রয়েছে: যেমন নিলামটা কেমন হবে, টুর্নামেন্টের ভেন্যু কোথায় হবে? এসব বিষয় নিয়ে আরও ভালোভাবে সামনের বছরের যাত্রা শুরু করতে হবে।’

তিনি আরও যোগ করেন, ‘একটা নির্দিষ্ট একাদশ দাঁড় করানোর লক্ষ্যে এতদিন যারা সুযোগ পায়নি, তাদের পরখ করে দেখাও জরুরি। তাদেরকে যথেষ্ট সুযোগ দিতে হবে যেন নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে পারে। তাই সামনের তিন ম্যাচ আদর্শ পরিস্থিতি বলা যায়। এমন পরিস্থিতিতে পড়তে ভালো লাগার কথা নয়। কিন্তু পরিস্থিতি যখন এমন হয়েছে, তাই এর সেরা ব্যবহার করাই ভালো। আর এটা অবশ্যই আমাদের আগামী বছরের প্রস্তুতির অংশ।’


উল্লেখ্য, এবারের আগে আইপিএল হয়েছে ১২ বার।ম্যাচ গড়াপেটার দায়ে দুই মৌসুমে ছিল না চেন্নাই। বাকি দশবারের মধ্যে আটবারই তারা খেলেছে ফাইনালে (চ্যাম্পিয়ন হয়েছে তিনবার), অন্য দুইবার ছিল সেরা চারে। এবার যদি সুপার ফোরের টিকিট না পায়, তাহলে আইপিএলের ইতিহাসে প্রথমবারের মতো সেরা চারের আগেই বাদ পড়ার নজির গড়বে চেন্নাই।এবার সেই ধারা ব্যাহত হওয়া যেনো সময়ের ব্যাপার মাত্র।

একুশে সংবাদ/তাশা

Link copied!