AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অধ্যাপক যতীন সরকার আর নেই


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৪৭ পিএম, ১৩ আগস্ট, ২০২৫

অধ্যাপক যতীন সরকার আর নেই

স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত লেখক, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক যতীন সরকার আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। বুধবার (১৩ আগস্ট) বিকেল পৌনে তিনটায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী।

গত কয়েক মাস ধরেই তিনি বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন। দীর্ঘদিন ধরে পলি আর্থ্রাইটিসে আক্রান্ত ছিলেন এবং কয়েক দফা অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছে। গত ৫ জুন বাড়িতে পড়ে গিয়ে রাইট ফিমার নেক ফ্র্যাকচারের শিকার হন। এরপর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা শেষে সম্প্রতি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

১৯৩৬ সালের ১৮ আগস্ট নেত্রকোনার কেন্দুয়ার চন্দপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন যতীন সরকার। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। একইসঙ্গে মননশীল সাহিত্যচর্চা, বামপন্থী রাজনীতি ও প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। দুই মেয়াদে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সভাপতির দায়িত্বও পালন করেন।

অধ্যাপক যতীন সরকারের উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে— সাহিত্যের কাছে প্রত্যাশা, পাকিস্তানের জন্ম মৃত্যু-দর্শন, বাঙালির সমাজতান্ত্রিক ঐতিহ্য, প্রাকৃতজনের জীবনদর্শন প্রভৃতি।

সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের জন্য তিনি ২০১০ সালে স্বাধীনতা পুরস্কার, ২০০৭ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ২০০৫ সালে প্রথম আলো বর্ষসেরা গ্রন্থ পুরস্কারসহ অসংখ্য সম্মাননা পেয়েছেন।

২০০২ সালে শিক্ষকতা থেকে অবসর নেওয়ার পর স্ত্রী কানন সরকারকে নিয়ে নিজ জেলা নেত্রকোনায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন তিনি।

 

একুশে সংবাদ/জা.নি/এ.জে

Link copied!