বৃষ্টি ভেজা পাতা
জেবা ছুপা শ্রাবণী
মেঘলা মেঘলা আকাশ,
হালকা হালকা বৃষ্টি,
শীতল করা বাতাস,
থমকে যাওয়া দৃষ্টি।
ভেজা ভেজা মাটি,
ভেজা গাছের পাতা,
মিষ্টি সেই পানির ফোঁটায়
ভিজেছে আমার খাতা।
কালিগুলো লেপ্টে গেছে
সমস্ত পাতা জুড়ে,
খাতাটা আজ শুকিয়ে গেছে
বৃষ্টি শেষে সেই তীব্র রৌদ্দুরে।
বৃষ্টি রোদের মিশ্রণে আজ
হারিয়ে গেছে কালি,
আবেগ, কষ্ট, ভালবাসায় লেখা
খাতাটা আজ খালি।
অতীতগুলো হারিয়ে গেছে,
পাতাটা আজ শূন্য,
আবার লিখেছি সেই পাতাতেই,
আবার করেছি পূর্ণ।
পুরনো সেই অতীতগুলো
তোমার মাঝে ছিল,
তোমার মাঝে বর্তমান আজ
নতুন করে জায়গা করে নিল।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

