AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রেম, অপেক্ষা আর আত্মত্যাগের বিরল কাহিনি নিয়ে প্রকাশিত হলো উপন্যাস “প্রথম প্রেমের স্পর্শ”


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৪:২৯ পিএম, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

প্রেম, অপেক্ষা আর আত্মত্যাগের বিরল কাহিনি নিয়ে প্রকাশিত হলো উপন্যাস “প্রথম প্রেমের স্পর্শ”

বাংলা সাহিত্যের পাঠকদের জন্য এক আবেগঘন উপহার হিসেবে সম্প্রতি প্রকাশিত হয়েছে হৃদয়ছোঁয়া উপন্যাস “প্রথম প্রেমের স্পর্শ”। ব্যাংকার, উন্নয়ন গবেষক ও কবি এম এম মাহবুব হাসান-এর লেখা এই উপন্যাসটি ঢাকাটাইমস-এর ডিজিটাল সংস্করণে ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এবং ইতিমধ্যে পাঠকমহলে দারুণ সাড়া ফেলেছে।

১৪টি পর্বে প্রকাশিত এই পূর্ণাঙ্গ উপন্যাসে লেখক তুলে ধরেছেন প্রেম, বিচ্ছেদ, সমাজ-সংস্কৃতি, ধর্মীয় টানাপড়েন ও জীবনের নির্মম বাস্তবতার এক জটিল ও মানবিক চিত্র। শৈশবের কোমলতা থেকে শুরু করে প্রথম প্রেমের নিরব স্পর্শ, পরিবারের ভাঙন, নারীর আত্মত্যাগ, শ্রেণি-সংকট ও ধর্মীয় দ্বিধার গল্পে উপন্যাসটি পাঠককে টেনে নেয় এক গভীর আবেগের জগতে।

“প্রথম প্রেমের স্পর্শ” কেবল একটি প্রেমের কাহিনি নয়, বরং এটি একটি প্রজন্মের অনুভব, অভিমান, অপূর্ণতা আর আত্মত্যাগের নীরব দলিল। উপন্যাসের প্রতিটি পর্বে রয়েছে কাব্যিক ভাষায় গাঁথা একেকটি আবেগনির্ভর অধ্যায়—যা পাঠকের হৃদয়ে দীর্ঘকাল রয়ে যাবে।

উপন্যাসের শেষ পর্বে পাঠকের প্রতি লেখকের একটি ভিন্নধর্মী বার্তা বাংলা সাহিত্যে নতুন দৃষ্টিভঙ্গির সূত্রপাত করেছে বলে পাঠক ও সাহিত্যপ্রেমীরা মনে করছেন। ইতোমধ্যে দুটি জাতীয় অনলাইন মাধ্যমে প্রকাশিত হয়েছে উপন্যাসটির গভীর পর্যালোচনা, যা পাঠক হৃদয়ে ব্যাপক আগ্রহ ও আলোড়নের সৃষ্টি করেছে।

উপন্যাসটি পড়তে আগ্রহী পাঠকরা https://www.dhakatimes24.com ওয়েবসাইটে প্রবেশ করে ‘ভাষা, সাহিত্য ও সংস্কৃতি’ বিভাগে ক্লিক করে সকল পর্ব একত্রে পাঠের সুযোগ পাবেন।

উপন্যাসটি খুব শিগগিরই বই আকারে প্রকাশিত হবে বলে লেখক জানিয়েছেন, যা পাঠক সমাজে আরও বৃহৎ পরিসরে আলোচনার সৃষ্টি করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!