AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শীতে চুলের যত্ন নিবেন যে ভাবে


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০১:৩৫ পিএম, ২১ ডিসেম্বর, ২০২০
শীতে চুলের যত্ন নিবেন যে ভাবে

শীতকাল সমাগত।তুমুল এই শীতের সঙ্গে শুষ্ক আবহাওয়াও হাজির। এই সময়ে সবথেকে সমস্যায় ফেলে রুক্ষ ত্বক ও চুলের সমস্যা। চুলকে রুক্ষতা থেকে মুক্তি দিতে পারে তেল।তাই অনেক টাকা খরচ করে আর অনেক পরিশ্রম করে কোন আশ্চর্য তেলের সন্ধান করবেন কেন, যখন নিজের ঘরেই একটা জাদু তেল পাওয়া যায়? তেলটা প্রচুর পরিমাণে পাওয়া যায়, এর অনেক গুণ এবং অন্যান্য তেলের চেয়ে অনেক এগিয়ে। হুম, ঠিক ধরেছেন! নারকেল তেলের কথা বলছি। এই তেলের আকর্ষণ কয়েক শতাব্দী ধরে বজায় আছে। এর যথেষ্ট কারণও রয়েছে। আসুন কারণগুলো দেখে নিই।

চুলের ক্ষতি ঠেকাতে নারকেল তেলের জুড়ি নেই:
পরিবেশ দূষণ, স্টাইলিং আর ব্যস্ত জীবনযাপন আপনার চুলের বারোটা বাজাতে বাধ্য। সমাধান আপনার হাতেই আছে। নারকেল তেলের সাহায্য নিলে আপনার চুলের ক্ষতি মুখ লুকোবে। আপনার ইচ্ছা মত নারকেল তেলকে বর্ম বা প্যাসিফায়ার হিসাবে ব্যবহার করুন। প্রথমটা ব্যাবহার করলে একটা কয়েনে যতটা ধরে ততটুকু তেল সমস্ত চুলে ছড়িয়ে দিলে স্টাইলিং গ্যাজেট আর রোদ থেকে আপনার চুলকে রক্ষা করবে। সারিয়ে তোলার যন্ত্র হিসাবে নারকেল তেল অন্য সব তেলের চেয়ে চুল আর ত্বকের বেশি গভীরে যায়। ফলে সত্যিকারের ‘ভিতরের সৌন্দর্য’ ফুটিয়ে তোলে।

দীঘল চুলের রহস্য:
সুরক্ষিত এবং পরিপুষ্ট চুলের তাৎক্ষণিক ফল হল দ্রুত বৃদ্ধি এবং বেশি দৈর্ঘ্য। এই শক্তিশালী তেলের উপাদান ম্যাজিকের মত কাজ করে চুলের গোড়া শক্ত করে, চুলের বৃদ্ধির হার বাড়ায় এবং মাথার ত্বকের স্বাস্থ্যের উন্নতি ঘটায়। ফলে আপনার মাথার আকর্ষণীয়, ঝলমলে এক ঢাল চুলে ভরে ওঠে। তখন আপনি এলোমেলো চুলের দিনগুলোকে বিদায় জানাতেই পারেন।

চুল পেকে যাওয়া আটকানোর জাদু:
চুল পেকে যাওয়ার কারণগুলোর তালিকা অনেক লম্বা। তার মধ্যে পরিবেশ দূষণের সমস্যা, মানসিক চাপ, হরমোনঘটিত পরিবর্তনের মত অনেককিছু আছে। ভাগ্যের কথা, বাঁচার উপায় আপনার নাগালের মধ্যেই আছে। ভাবনার কিছু নেই। আপনার নারকেল তেলের বোতলটা নিন আর মাথায় মালিশ করুন। এতে মাথার খুলিতে রক্ত চলাচলে উন্নতি হবে, একইসঙ্গে বাইরে থেকেও গভীরে পুষ্টি পৌঁছাবে। এই দুয়ের মিলিত ফলাফল হল চুল পেকে যাওয়ার বিরুদ্ধে নিশ্চিত প্রতিরোধ। এর একটা ইতিবাচক পার্শ্ব প্রতিক্রিয়া হল অভূতপূর্ব ঝলমলে চুল।

নারকেল তেলের বহুবিধ ব্যবহারই তার দীর্ঘকালীন জনপ্রিয়তার মূল কারণ। চুলের যত্নের জন্য নারকেল তেল একাই একশো এবং অন্যান্য তেলের চেয়ে অনেক ভাল। সিরামের মত ব্যবহার করুন, বেশি যত্ন দরকার হলে মালিশ করুন অথবা আগের দিন রাতে মেখে নিয়ে মা-বোনদের মত চুলে মিশে যেতে দিন — পছন্দ আপনার আর উপকারিতা অপরিসীম।

একুশে সংবাদ/ক/আ

Link copied!