AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৬ জুলাই, ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কিভাবে তৈরী করবেন ইলিশের লেজ ভর্তা?


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১২:৪০ পিএম, ৬ অক্টোবর, ২০২০

কিভাবে তৈরী করবেন ইলিশের লেজ ভর্তা?

অনেক বাড়িতেই কাঁটার ভয়ে ইলিশের লেজ খেতে চায় না কেউ।তবে একটু বুদ্ধি খাটিয়ে ভর্তা তৈরি করে নিলেই কাড়াকাড়ি পড়ে যাবে!আর ইলিশের যেকোনো পদ মানেই একটু বেশি ভাত খাওয়া। গরম একথালা ভাতের সঙ্গে ইলিশের লেজের ভর্তা হলে জমে যাবে বেশ!  চলুন তবে রেসিপি জেনে নেই এর রেসিপি-

উপকরণ:
ইলিশ মাছের লেজ ২ টি (মাছের সাইজ ছোট হলে লেজ ৪ টুকরা)
পেঁয়াজ কুচি ১ কাপ
শুকনা মরিচ ৮-৯ টি
ধনিয়া পাতা কুচি ১/৪ কাপ
লবণ স্বাদমতো
সরিষার তেল ১ টেবিল চামচ
রান্নার তেল পরিমানমতো।


প্রণালি:
মাছের লেজ পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। লেজের টুকরোর সাথে সামান্য লবন হলুদ মেখে তেলে ভেজে নিন। শুকনা মরিচও তেলে ভেজে নিন। লেজ ভাজা হলে এর থেকে কাটা বেছে নিন।

এখন একটি পাত্রে একে একে লবণ, শুকনা মরিচ, পেঁয়াজ কুচি এবং ধনিয়া পাতা নিয়ে সব একসাথে ভালো করে মেখে নিন। এরপর এর সাথে বেছে নেয়া মাছ এবং সরিষার তেল নিয়ে আবার সব মেখে নিলেই তৈরি ইলিশের লেজের ভর্তা।

ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে।
চাইলে ভর্তার সাথে সামান্য লেবুর রস বা আচারের তেল মিশিয়ে নিতে পারেন।


একুশে সংবাদ/তাশা

Link copied!