জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যা ও অন্যান্য মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে প্রদত্ত মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার (২৬ নভেম্বর) প্রকাশিত এই পূর্ণাঙ্গ রায়ের ফলে আসামিপক্ষকে আগামী ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে।
গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এ মামলার রায় ঘোষণা করা হয়। ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও কামাল উভয়কেই মৃত্যুদণ্ড দেন। একই মামলায় রাজসাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া শেখ হাসিনা ও কামালের দেশে থাকা সব স্থাবর–অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশও দেওয়া হয়।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এ রায় ঘোষণা করেন।
শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা, ষড়যন্ত্র, উসকানি এবং ঊর্ধ্বতন নেতৃত্বের দায় আরোপ করে পাঁচটি অভিযোগ গঠন করা হয়। অভিযোগগুলো হলো—গণভবনে সংবাদ সম্মেলনে উসকানিমূলক বক্তব্য প্রদান, হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশনা, রংপুরে ছাত্র আবু সাঈদ হত্যা, চানখাঁরপুলে হত্যা, আশুলিয়ায় হত্যা ও লাশ পোড়ানো ।
এর মধ্যে শেষ তিনটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড, আর প্রথম দুটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

