“দেশিজাত—আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় পার্বতীপুর উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এতে ৩০টি স্টলে বিভিন্ন জাতের গরু-ছাগলসহ অন্যান্য প্রাণিসম্পদ প্রদর্শন করেন স্থানীয় খামারিরা।
পার্বতীপুর উপজেলা প্রশাসন, প্রাণিসম্পদ দপ্তর ও সরকারি ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পবিত্র রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন।
স্বাগত বক্তব্য রাখেন ভেটেরিনারি সার্জন মোসাবের হুসাইন নাঈম। এর আগে প্রদর্শনী প্যান্ডেলের সামনে ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন। এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পবিত্র রায়, ভেটেরিনারি সার্জন মোসাবের হুসাইন নাঈম, রাসেল পারভেজ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লুৎফন নাহার প্রমুখ।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

