“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদ হবে ঊর্ধ্বগতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে লৌহজং সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হলো জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫-এর উদ্বোধনী, আলোচনা সভা ও সমাপনী অনুষ্ঠান।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে লৌহজং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে লৌহজং সরকারি কলেজ মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫-এর উদ্বোধনী, আলোচনা সভা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ডা. জয় সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নেছার উদ্দিন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দার।
বিশেষ অতিথি ছিলেন লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সোহানা।
আরও উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. রেজাউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান উদ্দৌলা, উপজেলা নির্বাচন অফিসার মো. জীবন ইবনে মাসুম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইউসুফ ভুইয়া, লৌহজং সরকারি কলেজের অধ্যক্ষ মো. মোজাম্মেল হক, উপাধ্যক্ষ মো. সহিদুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এসময় খামারি ওমর ফারুক প্রাণিসম্পদ খাতকে আরও উন্নত ও প্রযুক্তিনির্ভর করার ওপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি স্থানীয় খামারি, দুগ্ধ উৎপাদক ও পশুপালন-সংশ্লিষ্ট উদ্যোক্তাদের জন্য সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও সুযোগ-সুবিধা তুলে ধরা হয়।
এ উপলক্ষে লৌহজং সরকারি কলেজ মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে মোট ৩২টি স্টল অংশ নেয়।
প্রদর্শনীতে স্থানীয় খামারিদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। বিভিন্ন জাতের গবাদিপশু, হাঁস-মুরগি, দুগ্ধজাত পণ্য, উন্নত জাতের পশু, পশুখাদ্য ও প্রাণিচিকিৎসা সেবাসংক্রান্ত স্টল প্রদর্শনীতে স্থান পায়।
অনুষ্ঠানটি আয়োজন করেছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, লৌহজং, মুন্সীগঞ্জ এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এমন প্রদর্শনী কৃষক-খামারিদের সচেতনতা বৃদ্ধি এবং প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে প্রাণিসম্পদ অধিদপ্তরের পৃষ্ঠপোষকতায় বাস্তবায়নাধীন সর্ববৃহৎ প্রকল্প ‘প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (LDDP)’—এর মূল লক্ষ্য হলো প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি, ক্ষুদ্র খামারি ও উদ্যোক্তাদের প্রতিকূল পরিবেশ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি, জনগণকে উন্নত জাতের গবাদিপশু ও হাঁস-মুরগির সঙ্গে পরিচিত করা, বিজ্ঞানভিত্তিক লালন–পালন কৌশল প্রচার করা এবং উন্নত জাতের পশুপাখি পালনের আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ প্রদানসহ নিরাপদ প্রাণিজ আমিষ নিশ্চিত করা।
সভাপতির বক্তব্যে ডা. শ্যামল চন্দ্র পোদ্দার বলেন, “অত্র প্রকল্পের লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে আজ ২৬ নভেম্বর ২০২৫, বুধবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে প্রাণিসম্পদ অধিদপ্তরের পৃষ্ঠপোষকতায় উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় ‘প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫’ লৌহজং সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হচ্ছে।
উক্ত প্রাণিসম্পদ প্রদর্শনীতে বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে ২৫ লিটার দুধ দেয় এমন গাভী, ৮০০ কেজি ওজনের ষাঁড়, ৭০ কেজি ওজনের পাঠা, দৃষ্টিনন্দন গয়াল এবং উন্নত জাতের আকর্ষণীয় এলবেনো সাদা মহিষ। এছাড়া বেগুনি কালিম, লাভ বার্ড, বাজরিগরসহ বিভিন্ন প্রজাতির উন্নত জাতের ফেন্সি কবুতর, টার্কি, তিতির ও অন্যান্য পাখি।
উন্নত জাতের মুরগির মধ্যে রয়েছে ফাইটার, ব্রাহামা, ফ্লেমিং, সিল্কি ও অন্যান্য জাত। প্রযুক্তির মধ্যে রয়েছে দুধ দোহনের মিল্কিং মেশিন, মিল্ক অ্যানালাইজার, গাভীর গর্ভ পরীক্ষার জন্য হিট ডিটেক্টর মেশিন, ঘাস কাটার মেশিন, শিং কাটার মেশিন ও আল্ট্রাসনোগ্রাফি মেশিন।
এছাড়াও উন্নত জাতের ঘাস চাষ প্রদর্শনী এবং বিনামূল্যে ভেটেরিনারি চিকিৎসা কেন্দ্র রয়েছে। দুগ্ধজাত পণ্যের মধ্যে আছে মিষ্টি, দই, ঘি, পনির, পিঠাসহ অন্যান্য স্টল।”
অনুষ্ঠান শেষে কয়েকটি খামার প্রতিষ্ঠানকে বিভিন্ন ক্যাটেগরিতে পুরস্কৃত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নেছার উদ্দিন খামারিদের ধন্যবাদ জানিয়ে বলেন,“লৌহজং উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আওতাধীন ও তত্ত্বাবধানে পরিচালিত একটি প্রতিষ্ঠান এ বছর জাতীয় পর্যায়ে স্বর্ণপদক অর্জন করেছে। আমি মনে করি, এটি আপনাদের পরিশ্রমের ফল। আপনাদের এই নিষ্ঠা সত্যিই প্রশংসনীয়। আশা করি, সামনে লৌহজংবাসী আপনাদের কাছ থেকে আরও ভালো কিছু পাবে। দেশ ও জাতির জন্য আপনাদের অবদান সবসময় মানুষ মনে রাখবে।”
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

