AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডাকসু নির্বাচন নিয়ে আজ আপিল বিভাগে শুনানি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:৩৫ এএম, ৩ সেপ্টেম্বর, ২০২৫

ডাকসু নির্বাচন নিয়ে আজ আপিল বিভাগে শুনানি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আপিলের শুনানি আজ বুধবার (৩ সেপ্টেম্বর) আপিল বিভাগে অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চ সকাল ১১টার পর এ শুনানি গ্রহণ করবেন।

এর আগে গতকাল (২ সেপ্টেম্বর) বিকেলে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের ওপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাখিল করা আবেদন চেম্বার আদালত আপিল বিভাগে পাঠান। চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব ওই নির্দেশ দেন।

আদালতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষে ছিলেন আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, আর রিটের পক্ষ সমর্থন করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

হাইকোর্ট সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে ডাকসু নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করার নির্দেশ দিলে, এর বিরুদ্ধে তাৎক্ষণিক আবেদন করা হয়। এরপর চেম্বার আদালত সেই আদেশ স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পূর্ণাঙ্গ আপিল বিভাগে আবেদন করার নির্দেশ দেয়।

ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে এ রিট দায়ের করা হয়েছিল। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদপ্রার্থী বিএম ফাহমিদা আলম এ রিট করেন। আদালত রিটকারীকে ফরহাদের বিরুদ্ধে আনীত অভিযোগ ডাকসুর নির্বাচনী ট্রাইব্যুনালে ১৫ দিনের মধ্যে দাখিল করতে বলেন।

গত ৩১ আগস্ট রিট দায়েরের পর হাইকোর্ট বেঞ্চ— বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি শেখ তাহসিন আলী— নির্বাচন স্থগিতের নির্দেশ দিয়েছিলেন।

প্রসঙ্গত, ২৬ আগস্ট প্রকাশিত চূড়ান্ত তালিকা অনুযায়ী এবারের ডাকসু নির্বাচনে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন লড়বেন। সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সদস্য পদে, যেখানে একাই ২১৭ জন প্রার্থী রয়েছে। সবমিলিয়ে মোট ২৮টি পদে অনুষ্ঠিত হবে নির্বাচন।

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!