আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মানবতাবিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় দফায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। রোববার (১৭ আগস্ট) সকালে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এ কার্যক্রম শুরু হয়।
এদিন প্রথম সাক্ষী হিসেবে উপস্থিত হন জুলাই আন্দোলনে আহত সবজি বিক্রেতা আব্দুস সামাদ। তিনি আদালতে নিজের মাথায় বিদ্ধ চায়নিজ রাইফেলের গুলির আঘাত দেখান এবং ঘটনার বর্ণনা দেন। পরে দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্রসিকিউশন জানায়, আজ মোট চারজন সাক্ষীর জবানবন্দি শোনা হবে।
এর আগে মামলার প্রথম ধাপে পাঁচজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। তারা ছিলেন—জুলাই আন্দোলনে আহত ব্যক্তি, প্রত্যক্ষদর্শী এবং শহীদ পরিবারের সদস্য। প্রসিকিউশনের দাবি, আগামীতে আন্দোলনের নেতৃত্বদানকারী ছাত্র নেতা ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও সাক্ষ্য দেবেন।
এই মামলায় প্রধান আসামি হিসেবে অভিযুক্ত রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকেও আসামি করা হয়েছে। রোববার ট্রাইব্যুনালে হাজির করা হয় মামুনকে, যাকে রাজসাক্ষী হিসেবে উপস্থাপন করেছে প্রসিকিউশন।
এছাড়া একই দিনে রামপুরায় কার্নিশে ঝুলন্ত ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৫ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। পাশাপাশি আরও তিনটি মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য ট্রাইব্যুনাল তদন্ত সংস্থাকে দুই মাস সময় বাড়িয়েছে।
একুশে সংবাদ/ই.ট/এ.জে