জুলাই মাসের ছাত্র আন্দোলনের সময় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় চার আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
রোববার (১৫ জুন) সকালে প্রিজনভ্যানে করে আসামি সাবেক এসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশকে ট্রাইব্যুনালে নেওয়া হয়।
এই মামলার শুনানি অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে।
এর আগে, গত ৯ এপ্রিল ট্রাইব্যুনাল চার আসামিকে আদালতে হাজির করার নির্দেশ দেন এবং ১৫ জুনের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
প্রসিকিউশনের দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। এতে সরাসরি জড়িত ছিলেন এসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। এ ছাড়া, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশসহ আরও কয়েকজন এই ঘটনার পেছনে ইন্ধন দিয়েছেন।
উল্লেখ্য, এসব আসামি অন্য মামলায় আগে থেকেই গ্রেপ্তার ছিলেন। প্রসিকিউশন আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁদের এই মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়েছে।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

