লালপুর-বাগাতিপাড়া আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নির্দেশে লালপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে কৃষকদের ধান কেটে সহায়তা করার অংশ হিসেবে ধান কাটা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
উৎসবের অংশ হিসেবে ওয়ালিয়া ইউনিয়নের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা কৃষকদের ধান কাটায় অংশ নেন। শনিবার ওয়ালিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে এই ধান কাটা কার্যক্রম সম্পন্ন হয়।
উপস্থিত ছিলেন— ওয়ালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাবেক সহ-সভাপতি জিন্নাহ আলী ফারাম, যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম আরশ, যুবদলের অন্যান্য সদস্য সোহেল, ইনামুল হক, সেলিম রেজা, নূরে আলম, রিয়াজুল ইসলাম, বিএনপি নেতা রাকিব হোসেন, আব্দুস সাহান, মাসুম শুভ, আসানুর আলিম, আব্দুস সাত্তার খান, লালন হোসেন, সাইফুল ইসলাম, আইয়ুব আলী, কাওসার আহমেদ, জালাল উদ্দীন, রাব্বি হোসেন, শামীম হোসেন, জাকাত আলী, ইমরান হোসেন, আসলাম আলী প্রমুখ নেতা-কর্মী।
নেতাকর্মীরা জানান, ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নির্দেশে শ্রমিক সংকট মোকাবিলা এবং কৃষকের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই ধান কাটা উৎসবের আয়োজন করা হয়েছে।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

