বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে পদ থেকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি।
বুধবার (২১ মে) জারিকৃত আইন ও বিচার বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৬ অনুচ্ছেদের (৬) দফার আওতায় রাষ্ট্রপতির আদেশক্রমে বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে হাইকোর্ট বিভাগের বিচারকের পদ থেকে অপসারণ করা হয়েছে।

আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি গণমাধ্যমে পাঠানো হয়।
তবে এই অপসারণের পেছনের কারণ সম্পর্কে প্রজ্ঞাপনে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।
একুশে সংবাদ/জা.নি /এ.জে