AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৮ আগস্ট, ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে না দিতে হাইকোর্টে রিট, শুনানি রোববার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:১০ পিএম, ২০ মে, ২০২৫

চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে না দিতে হাইকোর্টে রিট, শুনানি রোববার

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি)সহ বিভিন্ন টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সরকারি উদ্যোগ চ্যালেঞ্জ করে জনস্বার্থে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) দায়ের করা এই রিটের শুনানি হবে আগামী রোববার (২৫ মে)।

রিটে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, পিপিপি কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়েছে, এনসিটি টার্মিনালটি নির্মাণের পর থেকেই এটি একটি সফল ও লাভজনক ইউনিট হিসেবে পরিচালিত হয়ে আসছে। বার্ষিক ১০ লাখ একক কনটেইনার পরিচালনার সক্ষমতা থাকলেও দেশীয় অপারেটররা গত বছর ১২ লাখ ৮১ হাজার কনটেইনার পরিচালনা করেছে।

রিটকারীর প্রশ্ন— “এমন সফল টার্মিনাল কেন বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে?” এটি জনস্বার্থের পরিপন্থী এবং জাতীয় অর্থনীতির জন্য হুমকিস্বরূপ।

এই ইস্যুতে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল, অর্থনীতিবিদ, বন্দর ব্যবহারকারী সংগঠন এবং স্থানীয় নেতৃবৃন্দ প্রতিবাদ জানিয়ে আসছেন। তাদের বক্তব্য, চট্টগ্রাম বন্দর হচ্ছে দেশের অর্থনীতির প্রধান লাইফ লাইন, যা কোনোভাবেই বিদেশি কর্তৃত্বে যেতে দেওয়া যায় না।

অনেকে এটিকে “জাতীয় স্বার্থবিরোধী আত্মঘাতী সিদ্ধান্ত” আখ্যা দিয়েছেন।

এদিকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষ জানিয়েছে, এনসিটি টার্মিনাল বিদেশিদের কাছে তুলে দেওয়ার বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে একটি আন্তর্জাতিক মানের সম্ভাব্যতা সমীক্ষা চলছে, যার ফলাফলের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।

২০০৭ সালে নির্মিত নিউমুরিং কনটেইনার টার্মিনাল চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ টার্মিনালগুলোর একটি। এর ব্যবস্থাপনা বিদেশি হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের আমলে, যা বর্তমানে অন্তর্বর্তী সরকার এসে পুনরায় তৎপরতা শুরু করেছে।

 

 

একুশে সংবাদ/ চ.ট/এ.জে

Link copied!