বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী থানার পারভেজ মিয়া হত্যা মামলায় নতুন করে রিমান্ডে নেওয়া হয়েছে কয়েকজন আসামিকে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক আসামিদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড শুনানি শেষে শমসের মবিন চৌধুরীকে হাতে হতকড়া, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট পরিয়ে হাজতখানায় নেওয়া হচ্ছিল। নিয়ে যাবার সময় শমসের মবিন সাংবাদিকদের উদ্দেশ্য হাত উঁচু করে বলেন, ‘এই দেখুন মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত আসামির হাতে হাতকড়া’। একটু পর থেমে তিনি আরও বলেন, খেতাবপ্রাপ্ত আহত, পঙ্গু একজন মুক্তিযোদ্ধার হাতে হাতকড়া। এটা কেন? এরপর তিনি নীরবে হাজতখানায় হেঁটে যান।
এদিকে এদিন সকালে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক নাজমুল হাসান। এ সময় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্য দিকে আসামিপক্ষে তার আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আসামিদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে আসামিদের গ্রেপ্তার করে বিভিন্ন মামলায় তাদের কয়েক দফায় রিমান্ডে নেওয়া হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট সকাল ১০ টা থেকেই যাত্রাবাড়ী এলাকায় শান্তিপূর্ণ আন্দোলন চলছিল। ওইদিন বিকেল ৫ টার সময় যাত্রাবাড়ী থানার সামনে চৌরাস্তার উপরে পারভেজ মিয়া আসামীদের ছোড়া গুলিতে আঘাতপ্রাপ্ত হয়ে শুরুতর জখম হয়। পরে তাকে মুগদা হাসপাতাল মেডিকেল হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পারভেজ মিয়া মুত্যুবরণ করেন।
একুশে সংবাদ/ক.ব/এনএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

