ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় মামলা করেছে পুলিশ। সোমবার (২০ নভেম্বর) কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুল হোসেন বাদী হয়ে অজ্ঞানতামা আসামিদের নামে এ মামলা করেন।
মঙ্গলবার (২১ নভেম্বর) কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়, সোমবার বিকেল ৩ টা ৫২ মিনিটে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায় অজ্ঞাতনামা নাশকতাকারীরা। উপস্থিত আইনজীবী ও আদালতে আসা বিচারপ্রার্থীদের জীবন ও সম্পত্তি বিপন্ন অথবা গুরুতর ক্ষতিসাধনের লক্ষ্যে ককটেল বিস্ফোরণ করে তারা। এতে আদালতে আসা বিচার প্রার্থীসহ বিভিন্ন লোকজন আতঙ্কিত হয়ে পড়েন এবং আদালতের নিরাপত্তা হুমকির মুখে পড়াসহ আদালতের বিচার কার্যক্রম বিঘ্নিত হয়।
উল্লেখ্য, সোমবার বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা হরতাল চলাকালে বিকাল ৩.৫২ মিনিটে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে আদালতের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, বোরকা পরিচিত একজন ও সাথে থাকা আরেকজন লোক উপর থেকে ককটেল নিক্ষেপ করছে। তাদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
একুশে সংবাদ/আ.জ.প্র/জাহা