লন্ডনে যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবনের সামনে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় দেড় হাজার মানুষ অংশ নেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় আয়োজিত এ বিক্ষোভে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। মেট্রোপলিটন পুলিশের তথ্যমতে, অন্তত ৪২৫ জনকে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
আয়োজক সংগঠন ডিফেন্ড আওয়ার জুরিস জানিয়েছে, সন্ত্রাসবিরোধী আইনের ঝুঁকি নিয়েই মানুষ বিক্ষোভে অংশ নিয়েছিল। বিক্ষোভকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল— “আমি গণহত্যার বিরোধিতা করি, আমি প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি।”
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুলিশের সঙ্গে ধস্তাধস্তির সময় কয়েকজন মাটিতে পড়ে যান। এসময় একজনের মুখ থেকে রক্ত ঝরতে দেখা যায়। প্রেস অ্যাসোসিয়েশন জানিয়েছে, ঘটনাস্থলে লাঠিচার্জও হয়েছে।
মেট্রোপলিটন পুলিশের দাবি, বিক্ষোভকারীদের একাংশ পুলিশের দিকে পানি বোতল নিক্ষেপসহ ঘুষি, লাথি, থুতু ও বিভিন্ন জিনিস ছুড়ে মারে। এতে কয়েকজন পুলিশ সদস্যও আক্রান্ত হন। এ ছাড়া “নিষিদ্ধ সংগঠনকে সমর্থন” ও “পুলিশ আক্রমণ”–এর মতো অভিযোগে গণগ্রেপ্তার করা হয়েছে।
একুশে সংবাদ/কা.বে/এ.জে