AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে ৬৮ অভিবাসীর প্রাণহানি


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:৪৭ এএম, ৪ আগস্ট, ২০২৫

ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে ৬৮ অভিবাসীর প্রাণহানি

ইয়েমেনের আবিয়ান প্রদেশের উপকূলে শরণার্থী ও অভিবাসীবোঝাই একটি নৌকা ডুবে কমপক্ষে ৬৮ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৭৪ জন। জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম) এ তথ্য জানিয়েছে। খবর দিয়েছে আল জাজিরা।

আইওএম-এর ইয়েমেন প্রধান আবদুসত্তার ইসোয়েভ জানান, রোববারের ওই ঘটনায় ডুবে যাওয়া নৌকাটিতে প্রায় ১৫৪ জন ইথিওপীয় নাগরিক ছিলেন। এদের মধ্যে মাত্র ১২ জন কোনোভাবে একটি ধ্বংসাবশেষে ভর করে জীবিত থাকতে পেরেছেন।

কানফার জেলায় এখন পর্যন্ত ৫৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও ১৪ জনের মরদেহ আশপাশের বিভিন্ন এলাকায় পাওয়া গেছে। সেগুলো স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে সংরক্ষণ করা হয়েছে।

ইয়েমেনের স্বাস্থ্য বিভাগও অন্তত ৫৪ জন নিহতের তথ্য নিশ্চিত করেছে। ঝাঞ্জিবারের স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল কাদের বাজামিল জানিয়েছেন, উদ্ধারকৃত মরদেহগুলো শাকরা শহরে দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। নিখোঁজদের খুঁজে বের করতেও উদ্ধারকারীরা কাজ চালিয়ে যাচ্ছেন।

আফ্রিকা থেকে ইয়েমেন অভিমুখে সমুদ্রপথে অভিবাসনের প্রবণতা দীর্ঘদিন ধরেই রয়েছে। তবে ঝুঁকিপূর্ণ আবহাওয়া ও সমুদ্রের প্রতিকূলতা বহু মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়।

আইওএম জানিয়েছে, চলতি ২০২৪ সালে এখন পর্যন্ত প্রায় ৬০ হাজার শরণার্থী ও অভিবাসী ইয়েমেন অভিমুখে যাত্রা করেছে। আগের বছর এ সংখ্যা ছিল প্রায় ৯৭ হাজার ২০০।

 

একুশে সংবাদ/চ.ট/এ.জে

Link copied!