AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হজ শেষে দেশে ফিরেছেন ৬২ হাজারের বেশি হাজি


Ekushey Sangbad
ধর্ম ডেস্ক
১২:৪৮ পিএম, ১ জুলাই, ২০২৫

হজ  শেষে দেশে ফিরেছেন ৬২ হাজারের বেশি হাজি

পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত ৬২ হাজার ২৭২ জন বাংলাদেশি হজযাত্রী দেশে ফিরেছেন।ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অফিস জানিয়েছে, এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দেশে ফিরেছেন ৫ হাজার ৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫৭ হাজার ২৬৫ জন।

হজযাত্রী পরিবহনে অংশ নিয়েছিল তিনটি বিমান সংস্থা—বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস। এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৭ হাজার ৮৪৪ জন, সৌদি এয়ারলাইন্স ২৫ হাজার ৬৫২ জন এবং ফ্লাইনাস ৮ হাজার ৭৭৬ জন যাত্রীকে ফিরিয়ে এনেছে।

ফিরতি হজ ফ্লাইট এখন পর্যন্ত ১৬৫টি পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ ৭৪টি, সৌদি এয়ারলাইন্স ৬৮টি এবং ফ্লাইনাস ২৩টি ফ্লাইট পরিচালনা করেছে।

চলতি বছরে হজ পালনকালে সৌদি আরবে মোট ৩৮ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ২৭ জন পুরুষ এবং ১১ জন নারী। হজ অফিস জানিয়েছে, বেশিরভাগ মৃত্যুর পেছনে বার্ধক্যজনিত সমস্যা ও শারীরিক অসুস্থতা কারণ হিসেবে চিহ্নিত হয়েছে।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১৫৭ জন মুসল্লি হজ পালনে সৌদি আরবে গেছেন। হজযাত্রা শুরু হয় ২৯ এপ্রিল, আর শেষ ফ্লাইট সৌদি যায় ৩১ মে। মূল হজ আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় ৫ জুন। ফিরতি ফ্লাইট চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।

 

একুশে সংবাদ/স.ট/এ.জে

Link copied!