ইরানের অন্তত ছয়টি বিমানঘাঁটিতে একযোগে হামলা চালিয়েছে ইসরায়েল—এমনটাই দাবি করেছে দেশটির সামরিক বাহিনী।
সোমবার (২৩ জুন) হিব্রু ভাষার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, এসব হামলায় ইরানের বিভিন্ন অঞ্চলে অবস্থিত বিমানবন্দরগুলোর রানওয়ে, জ্বালানি সরবরাহ ইউনিট, ভূগর্ভস্থ বাংকার এবং এফ-১৪, এফ-৫ ও এএইচ-১ মডেলের অন্তত ১৫টি বিমান ও হেলিকপ্টার ধ্বংস হয়েছে।
ইসরায়েলি বাহিনীর দাবি, এই অভিযানে ইরানের সামরিক বিমান চলাচলের সক্ষমতা ও প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করা হয়েছে। তবে এই হামলা নিয়ে এখন পর্যন্ত ইরান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এদিকে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইরানের কেরমানশাহ প্রদেশের হামিল শহরে ড্রোন হামলায় একটি ট্রাক ও যাত্রীবাহী গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে এক নারী ও তার ৬ বছর বয়সী শিশু নিহত হয় এবং একই পরিবারের আরও দুই সদস্য আহত হন।
ইরানি সংবাদমাধ্যম প্রেস টিভি ও ফার্স নিউজের বরাতে জানা গেছে, শনিবার (২১ জুন) সকালের দিকেই এই হামলা ঘটে।
একুশে সংবাদ/স.ট/এ.জে
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
