যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন ইসরায়েলি দূতাবাসের দুই কর্মী। স্থানীয় সময় বুধবার (২১ মে) রাত ৯টার কিছু পর শহরের একটি ইহুদি জাদুঘরের বাইরে এই ঘটনা ঘটে। খবর বিবিসি ও সিবিএস নিউজ।
নিহতদের একজন নারী ও একজন পুরুষ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হামলা। ঘটনার সময় ইসরায়েলি দূতাবাসের একাধিক কর্মী ওই জাদুঘরে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিচ্ছিলেন।
মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম এক বিবৃতিতে জানান, হামলার ঘটনায় জড়িত সন্দেহে একজন ব্যক্তিকে খোঁজা হচ্ছে, যিনি নীল জিন্স ও নীল জ্যাকেট পরা ছিলেন।
ঘটনার পরপরই নিরাপত্তা জোরদার করে বন্ধ করে দেওয়া হয়েছে ওয়াশিংটনের বেশ কয়েকটি প্রধান সড়ক। শহরের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র ও সরকারি ভবনের কাছে এফবিআই’র ওয়াশিংটন ফিল্ড অফিসও থাকায় সতর্কতা বাড়ানো হয়েছে।
এ বিষয়ে এক্স (পূর্বে টুইটার) প্ল্যাটফর্মে প্রতিক্রিয়া জানিয়ে নোয়েম বলেন, “আমরা সক্রিয়ভাবে তদন্ত চালাচ্ছি। দয়া করে নিহতদের পরিবারের জন্য প্রার্থনা করুন। অপরাধীদের বিচারের আওতায় আনতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের স্থায়ী প্রতিনিধি ড্যানি ড্যানন ঘটনাটিকে ‘ইহুদি-বিরোধী সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, “এই হামলা কূটনীতিক ও ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণার বহিঃপ্রকাশ। আশা করছি, যুক্তরাষ্ট্র সরকার দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।”
এখনও নিহতদের পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। হামলাকারীর ধরতে তদন্ত ও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
একুশে সংবাদ/ই.ট/এ.জে