মৌলভীবাজার জেলায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে প্রায় ৩ লাখ টাকার জাল বাংলাদেশি নোট ও ভারতীয় রুপি সহ যুগেন্দ্র মল্লিক নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার শাকিল, এবং ডিবি অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান মোল্লা।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের একটি দল শ্রীমঙ্গল উপজেলার ২নং ভুনবীর ইউনিয়নের রুস্তমপুর এলাকায় অভিযান চালিয়ে দেবেন্দ্র মল্লিকের ছেলে যুগেন্দ্র মল্লিক (৪১)-কে গ্রেফতার করে।
পরবর্তীতে তার স্বীকারোক্তির ভিত্তিতে নিজ বাড়ির গোয়ালঘরের নিচে লুকানো অবস্থায় উদ্ধার করা হয় ২,৭৭,২০০ টাকা মূল্যের জাল বাংলাদেশি টাকা ও ৩,৯০০ রুপির জাল ভারতীয় মুদ্রা। উদ্ধারকৃত টাকার মধ্যে ছিল: ১,০০০ টাকার ১৫৫টি, ৫০০ টাকার ২০০টি, ২০০ টাকার ১১১টি জাল নোট, ভারতীয় ৫০০ টাকার ৫টি ও ২০০ টাকার ৭টি জাল নোট।
এছাড়া একটি বাটন ফোন (স্যাম্পনি এল-৪৬ মডেল) এবং এক ডজন খাকি খামও উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. মাহবুবুর রহমান মোল্লা, এসআই এএইচএম মাহমুদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।
অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে যুগেন্দ্র মল্লিক স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে জাল টাকার কারবারে জড়িত এবং বিভিন্ন উৎস থেকে জাল নোট সংগ্রহ করে তা সাধারণ মানুষের কাছে সরবরাহ করতেন।
তিনি আরও বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটে এই জাল টাকাগুলো ছড়ানোর উদ্দেশ্য ছিল তার। এর আগেও ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে শ্রীমঙ্গল থেকে র্যাব তাকে প্রায় ৭০ লাখ টাকার জাল বাংলাদেশি টাকা এবং ১৪ লাখ টাকার ভারতীয় রুপি সহ গ্রেফতার করেছিল।
এই ঘটনায় যুগেন্দ্র মল্লিকের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন-এর ২৫(ক) ধারা অনুযায়ী শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তার সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
ঈদ সামনে রেখে কেউ যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করতে না পারে, সে জন্য মৌলভীবাজার জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতা বজায় রেখেছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।
একুশে সংবাদ/মৌ.প্র /এ.জে