রাজবাড়ীর গোয়ালন্দে বিশেষ অভিযান চালিয়ে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দঘাট থানা পুলিশ। এদের একজনের বিরুদ্ধে রয়েছে একাধিক হত্যা, ছিনতাই ও সশস্ত্র হামলার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা।
পুলিশ জানায়, বুধবার (২১ মে) দিবাগত ভোর রাত ৪টার দিকে গোয়ালন্দঘাট থানার এসআই বিল্লাল হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ উপজেলার উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আইয়ুব মেম্বারের বাড়ির সামনে পাকা রাস্তা থেকে ৬০ পুরিয়া হেরোইনসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন উপজেলার উজানচর ইউনিয়ন পশ্চিম উজানচর শ্রীদাম দত্ত পাড়া সাঈদ প্রামানিকের ছেলে রাকিব প্রামানিক (৩০) এবং দৌলতদিয়া ইউনিয়ন উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়ার গোলাম মহি উদ্দিনের ছেলে মো. জানে আলম রিপন (৩৩)।
বৃহস্পতিবার (২২ মে) দুপুরে গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেপ্তার রাকিব প্রামানিকের বিরুদ্ধে থানায় দুটি জিআর পরোয়ানা রয়েছে। এছাড়া পুলিশি তথ্যভাণ্ডার সিডিএমএস যাচাই করে জানা যায়, তার বিরুদ্ধে অতীতে আরও তিনটি মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে ২০১৫ সালের একটি হত্যা মামলা (এফআইআর নং-০৬), ২০২১ সালের একটি ছিনতাই মামলা (এফআইআর নং-২৫/৩১৫), যেখানে তিনি চার্জশিটভুক্ত আসামি এবং ২০১৩ সালের একটি সশস্ত্র হামলার মামলা (এফআইআর নং-১৪)।
গ্রেপ্তারদের বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং বৃহস্পতিবার দুপুরে তাদের রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/রা.প্র /এ.জে