AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মেক্সিকোয় তিন যানবাহনের সংঘর্ষে নিহত ২১


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:০৫ এএম, ১৫ মে, ২০২৫

মেক্সিকোয় তিন যানবাহনের সংঘর্ষে নিহত ২১

মেক্সিকোর পিউবলা ও ওসাকা রাজ্যের একটি মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ২১ জন। বুধবার (১৪ মে) তিনটি যানবাহনের মধ্যে সংঘর্ষের পর এ প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স

পিউবলার স্বরাষ্ট্রমন্ত্রী স্যামুয়েল আগুইলার সামাজিক মাধ্যমে এক বার্তায় জানান, দুর্ঘটনাটি ঘটে একটি সিমেন্টবোঝাই ট্রাক, একটি যাত্রীবাহী বাস এবং একটি ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষের মাধ্যমে। তবে হতাহতদের পরিচয় বা আহতের সংখ্যা সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় সংবাদমাধ্যম লা জর্নাদা জানায়, ট্রাকটি অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা খায়। তাতে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই আগুন ধরে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটিতে বিস্ফোরণের পর আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা গেছে।

এ ঘটনায় উদ্ধার তৎপরতা চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জরুরি সেবা সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে।

উল্লেখ্য, মেক্সিকোর এই অঞ্চলটি অতীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনার জন্য পরিচিত। গত মার্চেই ওসাকায় একটি বাস দুর্ঘটনায় ১১ জন এবং ২০২৩ সালে দক্ষিণাঞ্চলে এক বাস দুর্ঘটনায় ২৯ জন প্রাণ হারান। দেশটিতে মহাসড়কে গাড়ির বেপরোয়া গতি, রক্ষণাবেক্ষণের অভাব এবং ওভারলোডিং দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করেন বিশেষজ্ঞরা।

 

একুশে সংবাদ/ চ.ট/এ.জে
 

Shwapno
Link copied!