জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার জবাবে পাকিস্তানে চালানো ‘অপারেশন সিঁদুরে’ অভিযানে ভারতের পাঁচ সেনাসদস্য নিহত হয়েছেন বলে জানায় দেশটির সেনাবাহিনী।
৭ মে শুরু হওয়া এই অভিযানে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মিরে ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ভারত। এতে পাকিস্তানের প্রায় ৩৫-৪০ সেনা হতাহত হয়েছে বলে দাবি করে নয়াদিল্লি।
ভারতীয় সেনাবাহিনী বলছে, অভিযানের লক্ষ্য ছিল সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত অবকাঠামো। পাকিস্তানের পাল্টা হামলার জবাবে ভারী অস্ত্র ব্যবহার করা হয়।
একইদিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি কয়েক ঘণ্টার ব্যবধানে লঙ্ঘিত হয়। উভয় দেশই পরস্পরকে হামলার জন্য দায়ী করে হুঁশিয়ারি উচ্চারণ করেছে।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে
আপনার মতামত লিখুন :