জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) পাকিস্তানি সেনাবাহিনীর গুলি ও কামান থেকে ছোড়া গোলায় ভারতীয় স্থাপনাগুলি লক্ষ্যবস্তু হওয়ায় অন্তত ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতের মধ্যে দুই শিশু রয়েছে, এবং আরও অনেকে গুলিবিদ্ধ ও ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েছে বলে এনডিটিভি জানিয়েছে।
ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, “পাকিস্তানি হামলার জবাবে আমরা আনুপাতিক প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করেছি,”—যার প্রেক্ষিতে পাকিস্তানের বিভিন্ন স্থাপনায় পাল্টা আঘাত হানা হয়েছে।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ভারতের ‘অপারেশন সিন্দুর’-এর আওতায় পাক অধিকৃত কাশ্মীর ও মূল ভূখণ্ডে চালানো বিমান ও মিসাইল হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত এবং অন্তত ৪৬ জন আহত হয়েছেন। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, দেশটির সেনাপ্রধানও এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগের রাতে পাকিস্তানের পক্ষ থেকে ভারত নিয়ন্ত্রিত এলাকায় গোলাবর্ষণের পর শুরু হওয়া পাল্টাপাল্টি হামলায় প্রথমে আটজনের নিহতের খবর পাওয়া গেলেও, সাম্প্রতিক ইনকিউয়ারিতে তা সংখ্যা বেড়ে ২৬ হিসেবে চূড়ান্ত করা হয়েছে—যদিও এটা ঠিক হয়নি রাতে সীমান্তবর্তী গোলাগুলির ফলাফল কি না।
উভয় দেশের দায়-দায়িত্বের বিষয়টি আদালত, সংসদ ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজরে রয়েছে। পরিস্থিতি শান্ত করার জন্য দ্বিপাক্ষিক বা আন্তর্জাতিক মধ্যস্থতার প্রয়োজনীয়তা তীব্রভাবে আবিষ্কার হচ্ছে।
একুশে সংবাদ/স.ট/এ.জে
আপনার মতামত লিখুন :