AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কাশ্মীরে ভারত-পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলি, তীব্র উত্তেজনা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:৪৯ এএম, ২৫ এপ্রিল, ২০২৫

কাশ্মীরে ভারত-পাকিস্তান সেনাদের  মধ্যে গোলাগুলি, তীব্র উত্তেজনা

কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে জম্মু ও কাশ্মিরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর পাকিস্তানি সেনারা ভারতীয় সেনাচৌকির দিকে গুলি চালালে পাল্টা জবাব দেয় ভারতীয় বাহিনী।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সীমান্ত এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। পাকিস্তানের পক্ষ থেকে এই ঘটনার ব্যাপারে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনার পেছনে রয়েছে সাম্প্রতিক একটি রক্তক্ষয়ী হামলার প্রেক্ষাপট। গত মঙ্গলবার পেহেলগামের বৈসারণ উপত্যকায় এক সশস্ত্র হামলায় ২৬ জন নিহত হন, যার মধ্যে ২৫ জন ভারতীয় এবং একজন নেপালের নাগরিক ছিলেন। ভারত দাবি করেছে, হামলাটি পাকিস্তান-ভিত্তিক একটি জঙ্গিগোষ্ঠীর দ্বারা পরিচালিত, যদিও পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে।

এই ঘটনার জের ধরে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক আরও অবনতি ঘটেছে।

  • উভয় দেশ সীমান্ত চৌকি বন্ধের ঘোষণা দিয়েছে।

  • সামরিক কর্মকর্তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।

  • ভারত ‘সার্ক ভিসা ছাড়’ প্রকল্পে পাকিস্তানিদের দেওয়া বিশেষ ভিসা বাতিল করেছে।

  • জবাবে পাকিস্তানও ভারতীয় নাগরিকদের জন্য একই সিদ্ধান্ত নিয়েছে।

  • ভারত সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করেছে, আর পাকিস্তান সব দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত করেছে।

  • পাকিস্তান ভারতীয় উড়োজাহাজের জন্য তার আকাশসীমাও বন্ধ করে দিয়েছে।

বিশ্লেষকদের মতে, দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা শুধু সীমান্তে নয়, কূটনৈতিক এবং বাণিজ্যিক ক্ষেত্রেও বড় ধরণের প্রভাব ফেলতে পারে।

 

একুশে সংবাদ// আ.ট//এ.জে

Shwapno
Link copied!