বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা আয়োজনের প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন, আলোচনায় মার্কিন কর্মকর্তারাও থাকতে পারেন। মস্কো থেকে এএফপি এ খবর জানায়।
গত ২৭ ফেব্রুয়ারি ধারণকৃত মার্কিন ব্লগার মারিও নওফালের সাথে একটি ভিডিও সাক্ষাৎকারের উদ্ধৃতি দিয়ে সরকারি সংবাদ সংস্থা ‘বেল্টা’ জানিয়েছে, লুকাশেঙ্কো বলেছেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলুন, আমি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে আলোচনায় থাকার আশা করছি।’
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

