বলিভিয়ায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে, এতে ৩৭ জন নিহত এবং অন্তত ৩৯ জন আহত হয়েছেন। শনিবার এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বলিভিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর উয়ুনি ও কোলচানি থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে একটি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটেছে। এতে দুটি বাসের চালকই বেঁচে আছেন। তবে একজনের অবস্থা স্থিতিশীল থাকলেও আরেকজনকে ভর্তি করাতে হয়েছে ইনটেনসিভ কেয়ার ইউনিটে।
পোতসি রাজ্য পুলিশের মুখপাত্র বলেন, ‘এই মারাত্মক দুর্ঘটনায় ৩৯ জন আহত হয়েছেন। তাদের উয়ুনি শহরের চারটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া দুর্ঘটনাস্থল থেকে ৩৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, দুর্ঘটনায় একটি কোচের বডি দুমড়ে মুচড়ে গেছে। যাত্রীদের লাগেজগুলো রাস্তার ওপর ছড়িয়েছিটিয়ে পড়ে আছে।
পুলিশ কমান্ডার উইলসন ফ্লোরেস বলেন, ‘বাস দুটি বলিভিয়ার পোটোসি বিভাগের উয়ুনি এবং কোলচানির মধ্যে দুর্ঘটনার শিকার হয়। একটি বাস পশ্চিমাঞ্চলীয় শহর ওরুরোতে যাচ্ছিল।’
মরদেহগুলোর সম্পূর্ণ পরিচয় শনাক্তে কাজ চলছে বলে জানান উইলসন ফ্লোরেস। তিনি বলেন, আহদেরও চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া চালকদের অ্যালকোহল পরীক্ষার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
একুশে সংবাদ/ই.ট/এনএস
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
