ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানায় একটি নির্মাণাধীন সেচ টানেলে সুড়ঙ্গে আটকে পড়া আট শ্রমিককে নিরাপদে উদ্ধার করার সম্ভাবনা খুব কম। সোমবার একজন মন্ত্রীর উদ্ধৃতি দিয়ে নয়াদিল্লি থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছেন, তাদের উদ্ধার করতে না পাড়ায় অনিশ্চিত হয়ে পড়েছে তাদের ভাগ্য।তেলেঙ্গানা রাজ্যে শনিবার এই দুর্ঘটনা ঘটে। পানি ও মাটির আকস্মিক চাপের ফলে টানেলের একটি অংশ ধসে পড়ে।
রাজ্যের পর্যটনমন্ত্রী জুপালি কৃষ্ণ রাও সাংবাদিকদের বলেন, আমি তাদের বেঁচে থাকার সম্ভাবনা সম্পর্কে ভবিষ্যৎ বাণী করতে পারছি না। (কিন্তু) সম্ভাবনা খুব একটা ভালো নয়।
রাও বলেন, ধসের পরপরই ৪২ জন শ্রমিক সাঁতরে নিরাপদে বেরিয়ে আসেন। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের মধ্য আটকে পড়া শ্রমিকদের ডাকাডাকি করেছেন কিন্তু কোনও সাড়া পাননি।
তিনি বলেন, উদ্ধারকারী দল ধ্বংসাবশেষ অপসারণের জন্য দিনরাত কাজ করছেন এবং আরো ১০০ মিটার পরিষ্কার করা বাকি রয়েছে।
আমরা কোনও প্রচেষ্টাই কম করছি না, রাও বলেন। ভারতে বড় অবকাঠামো নির্মাণের স্থানে দুর্ঘটনা সাধারণ ঘটনা।২০২৩ সালে ১৭ দিনের ম্যারাথন অভিযানের মাধ্যমে উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডের হিমালয় অঞ্চলের আংশিক ধসে পড়া একটি সড়ক সুড়ঙ্গ থেকে ৪১ জন ভারতীয় শ্রমিককে উদ্ধার করা হয়েছিল।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

