দক্ষিণ আফ্রিকার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর স্টিলফন্টেইনের একটি পরিত্যক্ত খনি থেকে ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এসব মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে দেশটির পুলিশ।
পুলিশের ধারণা, এখনও খনিটিতে শতশত শ্রমিক আটকা পড়ে আছে। তাদের অধিকাংশই অবৈধভাবে কাজ করছিল। মূলত, অবৈধ স্বর্ণখনির বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা পুলিশের কঠোর অবস্থানের কারণেই তারা খনিটিতে আশ্রয় নিয়েছেন।
পুলিশ তাদের উদ্ধারের চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে। প্রথমদিকে, খাদ্য সরবরাহ বন্ধ করে দিলেও পরে সমালোচনার মুখে শ্রমিকদের কাছে খাবার পাঠানোর সিদ্ধান্ত নেয় প্রশাসন।
দক্ষিণ আফ্রিকার পুলিশ কমিশনার ফেনি মেসোমোলা উদ্ধার অভিযান পরিদর্শনে গিয়ে বলেন, গত ২৪ ঘণ্টায় স্টিলফন্টেইনে ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এই প্রাণহানির জন্য দু:খিত। কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে খনির অবস্থা আরও ভয়ংকর।
সূত্র: আফ্রিকা নিউজ
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

