সিরিয়ায় অস্ত্রধারীদের সঙ্গে সংঘর্ষে ইরানের একজন শীর্ষ সামরিক উপদেষ্টা নিহত হয়েছেন। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যানুসারে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) দ্বিতীয় ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স পোরহাশেমি আলেপ্পো শহরে ‘সন্ত্রাসী হামলায়’ নিহত হন।
ইরানের পক্ষ থেকে হামলাকারীদের সন্ত্রাসী তাকফিরি গোষ্ঠী এবং জায়নিস্ট সহযোগী বলে উল্লেখ করা হয়েছে। যদিও এই হত্যাকাণ্ড সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার নিয়ন্ত্রিত সামরিক অবস্থানে হামলার পর গত ২৪ ঘণ্টায় হায়েত তাহরির আল-শাম (এইচটিএস) এবং অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে বহু মানুষ নিহত হয়েছেন। আসাদের মিত্র ইরান এইচটিএসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে এবং দাবি করেছে, এই গোষ্ঠী ইসরায়েলের সাথে সম্পর্কিত।
ইরান এক দশকেরও বেশি সময় ধরে বাশার আল-আসাদের সরকারকে সমর্থন দিয়ে আসছে। সিরিয়ার গৃহযুদ্ধে তেহরান গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত ভূমিকা পালন করেছে। ইরানি সামরিক উপদেষ্টাদের উপস্থিতি আসাদের সেনাবাহিনীর শক্তি বাড়িয়েছে এবং বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান পরিচালনায় সহায়তা করেছে।
আলেপ্পো এবং এর আশপাশের এলাকাগুলোতে চলমান সংঘর্ষে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। ইরানের এই সামরিক কমান্ডারের মৃত্যু মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতকে আরও তীব্র করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :