AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লেবাননে স্কুল বন্ধের নির্দেশ


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৪:২৭ পিএম, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

লেবাননে স্কুল বন্ধের নির্দেশ

ইসরায়েলের বোমা হামলার ভয়ে লেবাননের সংঘাতপূর্ণ এলাকায় স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) বরাতে সোমবার (২৩ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

দেশটির শিক্ষা ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের মিডিয়া অফিস ঘোষণা করেছে, সম্প্রতি যুদ্ধে ক্ষতিগ্রস্ত এলাকায় সব শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়েছে। এর আগে, লেবানিজ ইউনিভার্সিটির দক্ষিণের শহর সিডন, নাবাতিহ এবং টায়ারে থাকা শাখাগুলো বন্ধের ঘোষণা দিয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি লেবাননের বৈরুতের শহরতলিতে ওয়াকি-টকি ও পেজার বিস্ফোরণে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। ইসরায়েলি এই হামলায় হিজবুল্লাহর একাধিক ঊর্ধ্বতন কমান্ডারসহ ৩৭ জন নিহত হন। প্রতিশোধ নিতে রোববার (২২ সেপ্টেম্বর) ইসরায়েলের উত্তরাঞ্চলে ঝাঁকে ঝাঁকে রকেট ছোঁড়ে লেবাবনের সশস্ত্র গোষ্ঠীটি।

হিজবুল্লাহর মুহুর্মুহু এই রকেট হামলায় ইসরায়েলের রামাত ডেভিড ঘাঁটিসহ আশেপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। যোদ্ধাদের হামলা থেকে প্রাণে বাঁচতে লাখ লাখ ইসরায়েলি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেন। এরই মধ্যে দেশটির উত্তরাঞ্চলের সব স্কুল ও সমুদ্র সৈকত বন্ধ ঘোষণা করা হয়েছে।
একুশে সংবাদ/ এস কে

 

 

 

 

 

 

 

 

 


 

 

 

 

 

Link copied!